সাম্প্রতিক সংবাদ

নীলফামারীতে রেল রক্ষা অভিযাত্রা করেছে সিপিবি ও বাসদ

2016-04-08 17.17.05

বিডি নীয়ালা নিউজ(৮ই এপ্রিল১৬)- আসাদুজ্জামান সুজন(নীলফামারী প্রতিনিধি): ‘রেল বাঁচাও,যাত্রী অধিকার প্রতিষ্ঠা কর’ এই স্লোগনে নীলফামারীতে রেল রক্ষা অভিযাত্রা করেছে জেলা বাসদ ও সিপিবি।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে অভিযাত্রাটি শহরের কালীবাড়ি মোড় থেকে নীলফামারী স্টেশনে পৌঁছায়। সেখান থেকে বেলা দেড়টার দিকে রাজশাহী থেকে চিলাহাটি অভিমুখী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে চিলাহাটি এবং সেখান থেকে রাজশাহী অভিমুখে ছেড়ে আসা একই ট্রেনে নীলফামারী এসে পৌঁছায়। এ সময় নেতাকর্মীরা রেল রক্ষায় দাবি সংবলিত প্রচারপত্র বিলি করেন।

এ সময় নীলফামারী ও চিলাহাটি রেলস্টেশনের প্লাটফর্মে যাত্রীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত পৃথক সমাবেশে বক্তৃতা দেন জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক ত্রৈলোক্য রায়, সদস্য জগদীশ চন্দ্র রায়, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কমল সরকার, সদস্য তাপস রায়, প্রদীপ রায় প্রমুখ।

বক্তারা বলেন, সরকারে ভুল পরিকল্পনা, দুর্নীতি এবং অপচয়ের কারণে রেল পরিণত হয়েছে লোকসানি প্রতিষ্ঠানে। সরকার লোকসানের কারণ দূর না করে দফায় দফায় ভাড়া বৃদ্ধি করছে। এ সময় রেলের ভাড়া কমানো, যাত্রীসেবার মান বাড়ানো, দুর্নীতি ভুলনীতি-অপচয় বন্ধ, পর্যাপ্ত লোকবল নিয়োগ, রেলের সংখ্যা বাড়ানো, বেসরকারিকরণ বন্ধসহ সৈয়দপুর, পাহাড়তলী, পার্বতীপুর রেলওয়ে কারখানা আধুনিকায়নের দাবি জানান।

জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস জানান, সিপিবি এবং বাসদ যৌথভাবে ৩১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত রেল রক্ষা অভিযাত্রা কর্মসূচি হাতে নেয়। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ওই অভিযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার তারই আলোকে নীলফামারীতে কর্মসূচিটি পালিত হলো।

এ উপলক্ষে শনিবার বিকেল ৪টায় জেলার রেলওয়ের শহর সৈয়দপুরের তামান্না সিনেমা হল মোড়ে জনসভার আয়োজন করা হয়েছে। সেখানে বক্তৃতা দিবেন সিপিবির সভাপতি মুজাহেদুল ইসলাম সেলিম এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভুইয়া।

 

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com