mukho

ডেস্ক রিপোর্টঃ  নীলফামারীতে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৬জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।  সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ফুলতলায় শেখের মসজিদের সামনে সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার বিষয়টি  নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের  ফুলতালা শেখের মসজিদের সামনে সড়কের বাঁক অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী যাত্রীবাহী কেয়া এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্টো-ব- ১১-৫৪৮০) ও নীলফামারী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী যাত্রীবাহী  জিসা এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮০২২)এর মুখোমুখি সংঘর্ষ ঘটে।
নারী ও শিশুসহ বাস দুটির ১৬ যাত্রী এতে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন বলে জানা গেছে। কোনও নিহতের খবর পাওয়া যায়নি।
এরপর ঘন্টাব্যাপী যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশ বেলা সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাজনিত বাস দু’টি সরিয়ে নেওয়ার পর যানচলাচল আবার শুরু হয়।

 

বি/ ট্রি/ন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে