হাবিব উল্লাহ বিশ্বাস, নীলফামারী থেকেঃ নীলফামারীতে অনুষ্ঠিত হলো কবিতা কথা সাহিত্য কর্মশালা। শিল্পকলা একাডেমি মিলনায়তনে অংশ নেয় ৩৬৭ প্রশিক্ষণার্থী। উদ্ধোধন করেন তিন বাংলার গ্রোবাল প্রেসিডেন্ট কবি- কথাকার সালেন সুলেরী। প্রশিক্ষক ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক কবি ডা: তপন বাগচী। আবৃত্তি প্রশিক্ষক ছিলেন বাচিক শিল্পী অধ্যাপক রুবিনা আজাদ। কর্মশালা পর্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সরকারি কলেজের অধ্যাপক প্রফেসর দেবীপ্রসাদ রায়। সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহবায়ক সংস্কৃতি সেবী আহসান রহিম মঞ্জিল। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব কবি সেলিনা সাথী।

কর্মশালায় কবিতার ছন্দ ও উচ্চারণ নিয়ে আলোচনা হয়। কথা সাহিত্যে ৬ক এবং শিড়ি- বৈশিষ্ট ছিলো বিশেষ আলোচ্য। স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, নিয়ে চলে হাতে কলমে- শিক্ষা। আন্তর্জাতিক সংগঠন তিন বাংলা কর্মশালাটি সমন্বয় করে। সম্মানিত অতিথি হিসেবে দুজন প্রবাস লেখক অংশ নেন। অস্ট্রলিয়া থেকে কবি মুক্তিযোদ্ধা ডা: মখদুম আজম মাশরাফী। আমেরিকা থেকে কবি ডা: রওনক আফরোজ। সমন্বয়কারী ছিলেন তিন বাংলার সংগঠক কবি শিশির বিন্দু।

শেষ পর্বে ছিলো কর্মশালা ভিত্তিক উত্তরবঙ্গ সাহিত্য সম্মেলন প্রধান অতিথি ছিলেন তিন বাংলা মহাসচিব ও সরকারের অতিরিক্ত সচিব গোলাম শফিক। প্রধান আলোচক ছিলেন উদ্ধোধক কবি সালেম সুলেরী। বাংলাদেশ-ভারত-প্রবাস বাংলার সংগঠন তিন বাংলার ব্যাখ্যা দেন তিনি। সমাপনী পর্বে সভাপতিত্ব করেন নীলফামারীর পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। অনুষ্ঠানে আগত লেখক অতিথি বৃন্দের হাতে তুলে দেওয়া হয়, মেয়রের পক্ষ থেকে সাহিত্য সম্মাননা। দিনব্যাপী অনুষ্ঠানটি আয়োজিত হয়। ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার। পৃষ্ঠ পোষকতায় ছিলো উত্তর বঙ্গ উন্নয়ন আন্দোলন ও নীলফামারী পৌরসভা। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠক মারুফ খান হাবিব উল্লাহ বিশ্বস রমজান আলী প্রমুখ। উল্লেখ্য, ৩০ সেন্টেম্বর রোববার ‘দীপনপুর’ মিলনায়তনে সাহিত্য কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে