সাম্প্রতিক সংবাদ

নীলফামারীতে বজ্রপাতের আগুনে ৫টি বসতঘর পুড়ে ছাই

nilfamary

বিডি নীয়ালা নিউজ(২৮ই আগস্ট ২০১৬ইং) আসাদুজ্জামান সুজন,নীলফামারী প্রতিনিধিঃ বজ্রপাতের ভয়াবহ আগুনে নীলফামারীর জলঢাকায় একটি পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই
হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের আঞ্জুয়ারা ও পারুল নামের  দুই গৃহবধু আহত হয়।
তাদেরকে জলঢাকা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি পৌরশহরের উত্তর
কাজিরহাট আজগার মাষ্টারপাড়া এলাকায় ঘটে।

বজ্রপাতের আগুন কত ভয়াবহ হতে পারে এমন ঘটনা দেখে এলাকাবাসীর মাঝে আতংঙ্ক ছড়িয়ে
পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়,  সোমবার সকাল আটটায় মুষলধারে বৃষ্টি শুরু
হলে তার কিছুক্ষণ পরেই বিকট শব্দে বজ্রপাতে আমিনুর রহমানের বাড়ীর টিনের ছাদে
অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে।  মুহুর্তেই তা ছড়িয়ে পরে পাশের ঘরগুলোতে। এতে ৫টি
ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনার ৩০ মিনিট আগে হতে এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল
না।

ক্ষতিগ্রস্থ আমিনুর রহমানের ছেলে অহিদুল ইসলাম জানায়, বজ্রপাতের কারণে আমাদের
বাড়ির ৫টি ঘর, আসবাবপত্র, নগদ ৬০ হাজার টাকা ২০ মন ধান সহ  প্রায় ১০ লাখ টাকার
ক্ষতি  হয়েছে এবং আমার স্ত্রী ও ভাইয়ের স্ত্রী এ ঘটনায় মারাত্মক ভাবে আহত
হয়েছে।

nilfamari

ঘটনার সত্য স্বীকার করে জলঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স টিমলিডার
মমতাজুল ইসলাম বলেন, বজ্রপাতের আগুনে এ দুর্ঘটনাটি ঘটেছে। অন্যদিকে বজ্রপাতে
শৌলমারী ইউনিয়নে আরো একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com