বিডি নীয়ালা নিউজ(১৭ই আগস্ট ২০১৬ইং) আসাদুজ্জামান সুজন,নীলফামারী প্রতিনিধিঃ পুকুরে ডুবে চার বছর বয়সী দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকাল সাড়ে
চারটার দিকে নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের মৌজাপাঙ্গা
গ্রামের পুকুর হতে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু দুই জনের মধ্যে ওই
গ্রামের দিলিপ মিয়ার ছেলে তানজিদ ইসলাম ও পাশ্ববর্তী ডিমলা উপজেলার গয়াবাড়ি
ইউনিয়নের উত্তর গয়াবাড়ি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে জান্নাতুন (৪)। এরা
সর্ম্পকে মামাতো ফুফুতো ভাই বোন।
পাঙ্গামটকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান
জান্নাতুন গত ১০ দিন আগে ডিমলা হতে তার মা বিজলী বেগমের সাথে মামা দিলিপ মিয়ার
বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন দুপুরের পর শিশু দুইজন খেলার ছলে সকলের অগচোরে
বাড়ির ধারের পুকুরে ডু্েব যায়। তাদের খুঁজতে থাকে পরিবারের লোকজন। অবশেষে
বিকাল সাড়ে ৪টায় পুকুরে দুই শিশুর লাশ ভেসে উঠে। অনেক খুজাখুজির পর তাদের
পাওয়া না যাওয়ায় পুকুরে ভাসমান অবস্থায় তাদের মৃত দেহ পাওয়া যায়। এ ঘটনার
এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





