images(33)
বিডি নীয়ালা নিউজ(২১ই মার্চ১৬)- আসাদুজ্জামান সুজন(নীলফামারী প্রতিনিধি):
আসন্ন ইউনিয়ন পরিষদে নির্বাচনের নীলফামারীর ৫৬ টি ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী
প্রচার-প্রচারণা। ইউপি নির্বাচনে প্রার্থীরা তাদের ভোটযুদ্ধের প্রতীক পেয়ে
হাটে-বাজারে, বাড়ি-বাড়ি প্রচারণায় মাঠে নেমে পড়েছেন।

অনেকে পছন্দের প্রতীক পেয়ে মিষ্টিমুখ করিয়েছেন এমন খবরও পাওয়া গেছে। সর্বত্র
ছিল উৎসবের পরিবেশ। প্রার্থী চিরশত্রু হলেও ভোটারদের অভিব্যক্তিতে নেই লেশ
মাত্র বৈরীভাব, চলছে চা আপ্যায়ন।

চা যেন নিয়ামক হয়ে উঠছে প্রার্থী আর ভোটারের মাঝে সম্পর্ক উন্নয়নের কিংবা
নবায়নের। ভোট চাই না, দোয়া করবেন ঠিক আছে, আমরা আছি আপনার সাথে।
প্রার্থী-ভোটারের হাসিমুখে আলাপন, বিদায়! চায়ের কাপের ধোওয়ার সাথে উচ্ছ্বাস আর
আবেগের মাখামাখিতে মুখরিত হয়ে উঠেছে উঠান।

এবারেই প্রথম দলীয় প্রতীকে হতে চলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ভোটারদের
আগ্রহ ও কৌতূহলের যেন শেষ নেই। নির্বাচনী প্রচার-প্রচারণায় পোস্টার ও ব্যানারে
ভরে গেছে ইউনিয়নের হাট-বাজার এবং গ্রামের সব গুরুত্বপূর্ণ স্থান।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দ হতেই ইউনিয়ন পরিষদগুলোতে
প্রচার-প্রচারণার মাত্রা এত বেড়ে গেছে, যে মনে হচ্ছে কোনো উৎসব আসছে। প্রার্থী
ও তার লোকজন ভোটারদের মনোরঞ্জনের চেষ্টা করছেন।

বুকে বুক লাগিয়ে, হাতে হাত দিয়ে তারা ভোট দেয়ার অনুরোধ জানাচ্ছেন। অনেকে আবার
মসজিদে গিয়ে দোয়া চাচ্ছেন বলে জানা গেছে। নীলফামারীর সদর উপজেলার পঞ্চপুকুর
ইউনিয়নে সরেজমিনে ঘুরে দেখা যায়, ইউনিয়ন পরিষদের মধ্যে অবস্থিত হাটে- বাজারে
পোস্টার লাগানোর হিড়িক পড়ে গেছে।

সুতো টাঙিয়ে ঝুলিয়ে দেয়া হয়েছে হাজারো পোস্টার। দলীয় প্রার্থীরা প্রতীক বরাদ্দ
পেয়েই দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করে ঠিক করেছেন প্রচারণার কৌশল।
বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেছেন, তাদের
সুবিধা- অসুবিধার কথা শুনছেন। অন্যদিকে কথা বলেছেন এলাকার দলীয় নেতাকর্মীদের
সঙ্গে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে