FB_IMG_1473148009957

বিডি নীয়ালা নিউজ(৭ই সেপ্টেম্বর, ২০১৬ইং) আসাদুজ্জামান সুজন,নীলফামারী প্রতিনিধিঃ 

নীলফামারী জেলার ৬টি উপজেলার প্রায় ৪ লাখ দরিদ্র মানুষ আসন্ন কোরবানী ঈদ
উপলক্ষে জনপ্রতি ১০ কেজি হারে ভিজিএফ’র চাল পাচ্ছেন।

গতকাল (৬ই সেপ্টেম্বর)  থেকে জেলার ডিমলা ও সৈয়দপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ চাল বিতরন শুরু
করা হয়। পর্যায়ক্রমে জেলার ছয় উপজেলার ৬০ ইউনিয়ন ও চার পৌরসভায় ঈদের আগেই ৪
হাজার মেট্রিক টন চাল বিতরন শেষ করা হবে বলে জেলা ত্রান ও পুর্নবাসন সুত্রমতে
জানা যায়।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় স‍ূত্র জানায়, জেলার ছয় উপজেলার মধ্যে
নীলফামারী সদরে ৮৯ হাজার ৩৭৪ জনের বিপরীতে ৮৯৩.৭৪০ মেট্রিক টন, ডিমলায় ৬৬
হাজার ২১৩ জনের বিপরীতে ৬৬২.১৩০, ডোমারে ৫২ হাজার ৯২২ জনের বিপরিতে ৫২৯.২২০,
জলঢাকায় ৭৬ হাজার ৮৬৮ জনের বিপরীতে ৭৬৮.৬৮০, কিশোরগঞ্জে ৫৫ হাজার ৭২৬ জনের
বিপরীতে ৫৫৭.২৬০ ও সৈয়দপুরে ৪৩ হাজার ৬৮৩ জনের বিপরীতে ৪৩৬.৮৩০ মেট্রিক টন এবং
নীলফামারী পৌরসভায় ৪ হাজার ৬২১ জনের বিপরীতে ৪৬.২১০ সৈয়দপুর পৌরসভায় ৪৬.২১০,
জলঢাকা পৌরসভায় ৩ হাজার ০৮১ জনের বিপরীতে ৩০.৮১০ ও ডোমার পৌরসভায় ১ হাজার ৫৪০
জনের বিপরীতে ১৫.৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা
অধিদপ্তর।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ছয় উপজেলায় ৩ লাখ ৮৪
হাজার ৭৮৬ জনের বিপরীতে ৩৮৪৭.৮৬০ এবং চার পৌরসভায় ১৩ হাজার ৮৬৩ জনের বিপরীতে
১৩৮.৬৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ১৩ সেপ্টেম্বরের আগেই
সুবিধাভোগীদের মাঝে দশ কেজি হারে চাল বিতরণ করবে ইউনিয়ন ও পৌরসভা কর্তৃপক্ষ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে