কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: ৬ আগষ্ট নাশকতা মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৩নং ওয়ার্ড ইউপি সদস্য কাওছার জাহান লেমন। জানাগেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে একমত পোষন করে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার অপরাধে গত ২৯ জুলাই রবিবার সকাল সাড়ে ১১টায় মিথ্যা নাশকতা মামলায় নীলফামারী ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন লেমন। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কারা ফটকে তাকে ফুলের মালা পড়িয়ে দেন তার সমার্থকরা এবং শ্লোগান দিতে থাকেন নারায়ে তাকবীর আল্লাহু আকবর। পরে বাড়ীতে এসে সন্ধা ৬টার দিকে নেতাকর্মী ও তার সমর্থকদের নিয়ে মটর সাইকেল শোভা যাত্রায় বের হন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে