fakrul2

ডেস্ক রিপোর্টঃ  বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে নাশকতার মামলায় বিচার কাজ শুরু হয়েছে।

আজ ঢাকার একটি আদালতে মি: আলমগীরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

২০১২ সালের ডিসেম্বর মাসে বিএনপি’র ডাকে সরকার বিরোধী আন্দোলন চলার সময় ঢাকার পল্টন থানায় এ নাশকতার মামলাটি দায়ের করা হয়েছিল।

সে সময় বিএনপি’র একটি মিছিল থেকে পুলিশের উপর বোমা মারার অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়। মামলাটিতে মি: আলমগীরকে হুকুমদাতা হিসেবে বর্ণনা করা হয়েছে।

এ মামলাটিতে মি: আলমগীর ছাড়াও বিএনপি ও তার অঙ্গসংগঠনের আরো ৭৪জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের সময় মি: আলমগীর আদালতে উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলামের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিএনপি মহাসচিবের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় ১১৫টি মামলা রয়েছে। এসব মামলার বেশিভাগই নাশকতার মামলা। মি: আলমগীর বর্তমানে জামিনে আছেন।

 

 

বিবিসি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে