14608187_1423177347709600_262033867_n রাজিউল ইসলাম স্বপন(নারায়নগঞ্জ) : আজ থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা।শুভ ষষ্ঠমীর মাধ্যমে দেবী দূর্গার আমন্ত্রন ও অধিবাস।প্রতি বছর শরৎকালে দূর্গাদেবী আসেন সমতল ভূমির এই বাংলায়।গতকাল দেবীর বোধন শেষে ষষ্ঠী তিথির সূচনা হয়েছে।

আজ শুক্রবার কল্পারম্ভ ষষ্ঠীবিহিত পূজা।নারায়নগঞ্জ পূজা মন্ডবগুলোতে ঢাকের বোল, মন্ত্র, চন্ডীপাট, কাসার ঘন্টা, আর উলুধ্বনিতে কেপে ওঠে।সন্ধাবেলায় হবে দেবীর আমন্ত্রন ও অধিবাস। ষষ্ঠীর আনুষ্ঠানিকতা শেষে পর্যাক্রমে ২১ শে আর্শ্বিন ৮ই অক্টোবর মহাসপ্তমী, ২২ শে আর্শ্বিন ৯ অক্টোবর মহাঅষ্ঠমী, ২৩ শে আর্শ্বিন ১০ অক্টোবর মহানবমী, এবং ২৪ শে আর্শ্বিন ১১ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই মহানুষ্ঠানের সমাপ্তি হবে।ষষ্ঠী থেকে দশমদিন অবধি পাঁচদিনব্যাপী এই দূর্গাৎসব হবে।বিভিন্ন মন্ডব ঘুরে এবং আমলাতলা সার্বজনীনপূজা কমিটির বাবু নারায়ন চন্দ্র জানায়, এবার দেবী আসছেন ঘোটকে চড়ে এবং গমন ও করবেন একই বহনে।

সনাতন ধর্মের ইতিহাস অনুযায়ী মূলত দূর্গাপূজা বসন্তকালীন পূজা কিন্তুু ত্রেতা যুগে শ্রীরাম চন্দ্র রাবনের সঙ্গে সম্মুখ যুদ্ধে জয়লাভের আশায় শরৎকালে দূর্গাদেবীকে আহব্বান করে অকাল বোধন করেছিলেন।সেই থেকে দূর্গাপূজা শরৎকালে পালিত হয়ে আসছে।নারায়নগঞ্জের পূজা উৎযাপন কমিটির হিসাব অনুযায়ী গোটা জেলায় এবার ১৯০ টি মন্ডবে পূজা অনুষ্ঠিত হচ্ছে।গতবারের চেয়ে ২-৩ টা বেশী।

এদিকে শারদীয় দূর্গাউৎসব উপলক্ষে মন্ডবগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মত।সকল প্রকার নাশকতা ঠেকাতে প্রস্তুুত তারা।এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি,পূজা কমিটিগুলোর রয়েছে সেচ্ছাসেবক টিম।পাঁচদিন ব্যাপী শারদীয় পূজা উপলক্ষে নারায়নগঞ্জের প্রতিটি মন্ডব সাজানো হয়েছে নানা রঙ্গিন সাজে।পূজাকে ঘিরে সনাতন ধর্মালম্বীদের মাঝে বইছে আনন্দের বন্যা।এছাড়া পুজা মন্ডবগুলোতে পাঁচদিন ব্যাপি থাকছে, পূজার্চনা, আরতি, ভক্তিমূলকগান ও নানান বৈচিত্রময় অনুষ্ঠান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে