সাম্প্রতিক সংবাদ

নতুন বছরে আরো ভালো করতে চান মেসি

bccnews24

বিডি নীয়ালা নিউজ(২জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ রিয়াল বেটিসের বিপক্ষে বার্সেলোনার হয়ে ৫০০ তম ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। ২০১৫ সালে বার্সেলোনার পাঁচটি শিরোপা জেতানোতে প্রধান ভূমিকা পালন করা মেসি ২০১৬ সালে আরো ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

রেকর্ডের ম্যাচে বার্সা রিয়াল বেটিসকে ৪-০ গোলে হারিয়েছে। বার্সেলোনার হয়ে ৫০০ তম ম্যাচে ৪২৫ তম গোলটি করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা দেল রের ট্রেবল শিরোপার পাশাপাশি উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্ব কাপও জিতেছে বার্সেলোনা। দারুণ এই বছর কাটানোর পরে এবার ২০১৬ সালে আরো ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। মেসি বলেন,এটা অসাধারণ একটা বছর ছিল আমাদের জন্য, এবং বছরটাও আমরা দারুণভাবে শেষ করতে পেরেছি। এই ম্যাচে আমরা অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছি,তবে শেষ পর্যন্ত তিন পয়েন্ট অর্জন করতে পেরেছি এটাই অনেক।

২০১৬ সালের প্রত্যাশা সম্পর্কে মেসি বলেন, আমরা যা করেছি এই বছর তার থেকে উন্নতি করা কঠিন, তবে আমরা চেষ্টা করবো। আমাদের দারুণ একটা স্কোয়াড আছে এবং আরো দারুণ কিছু করতে আমরা উদ্বুদ্ধ।

 

– বিবিসি স্পোর্টস।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

shared on wplocker.com