কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪, সৈয়দপুর-কিশোরগঞ্জ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি সিদ্দিকুল আলম এর মনোনয়ন পত্র বাতিল করেছে রির্টানিং কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল কুদ্দুস। সূত্র জানায় কোন ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে গেলে ১% ভোটারের জাতীয় পরিচয়পত্রসহ স্বাক্ষরের প্রয়োজন হয়। স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলমের ক্ষেত্রে তা পূর্নতা ছিল না ফলে যাচাই-বাচাই শেষে উপজেলা রির্টানিং কর্মকর্তা তাঁর মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষনা করেন।