বিডি নীয়ালা নিউজ(২৩জানুয়ারি১৬)- নিজস্ব প্রতিবেদনঃ
তারিখ : ২৩ শে জানুয়ারি ২০১৬ শনিবার
আকাশ : দেশের আকাশ কোয়াশাছন্ন ও ধোয়াশাছন্ন সহ আবহাওয়া একপ্রকার শীতল থাকতে পারে।
তাপমাত্রা : রাত ও দিনের গড় তাপমাত্রা কিছুটা হ্রাস পেতেপারে।
বৃষ্টি : না হবার সম্বাবনাই বেশি।
কোয়াশা : সন্ধ্যা রাত হতে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় ঘন কোয়াশা পড়তেপারে (বিশেষকরে নদী অববাহিকায়) তাই রাতে জলযান সতর্কতা নিয়ে চালাবেন।
উজ্জ্বল সূর্যের কিরণ : প্রবল কোয়াশা প্রবাহের দরুন অনেক এলাকায় সূর্যের আলো না দেখার সম্বাবনা অধিক।
কোয়াশা প্রবাহ : দেশের অনেক এলাকায় বিশেষকরে উত্তর অঞ্চল হতে মধ্যো অঞ্চলের অনেক এলাকায় কোয়াশা প্রবাহ বিরাজ করতেপারে। এই কোয়াশা প্রবাহ আরোও অনেক এলাকায় বিস্তার লাভ করবে।
শৈতপ্রবাহ : আবার শুরু হয়েছে চলবে ২৭ শে জানুয়ারি পর্যন্ত। মাঝারি শৈতপ্রবাহ
ধোয়াশা প্রবাহ : চালু আছে দেশের সকল এলাকায়।
কোয়াশা পাত : দেশের কিছু কিছু এলাকায় কোয়াশা পাত হতেপারে।
নিন্মচাপ : নেই সাগরে কোন লঘুচাপ বা নিন্মচাপ হবার সম্বাবনাও নেই আপাতত বেশকিছুদিন।
সমুদ্র বন্দর : নিরাপদ আছে
সূর্যোদয় : সকাল ০৬:৪১ মিনিটে ( ঢাকায়)
সূর্যাস্ত : সন্ধ্যা ০৫:৩৮ মিনিটে (ঢাকায়)
দিনের দৈর্ঘ্য :১০ ঘন্টা ৫৭ মিনিট (ঢাকায়)
সূর্যের সর্বোচ্চ অবস্থান ৪২.২৪° দক্ষিণে।
সুত্রঃ আবহাওয়া অফিস।