letter-car

বিডি নীয়ালা নিউজ(২০ই এপ্রিল১৬)-সিলেট প্রতিবেদনঃ সিলেটে  গভীর রাতে চিঠিসহ শুল্ক ফাঁকি দিয়ে আনা দেড় কোটি টাকার একটি বিলাসবহুল লেক্সাস গাড়ি গোয়েন্দা অফিসের সামনে রেখে গেছে এর মালিক।

মঙ্গলবার রাত ২টার দিকে সিলেট শুল্ক গোয়েন্দা অফিসের সামনে থেকে গাড়িটি জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন শুল্ক বিভাগের পরিচালক ড. মঈনুল খান।

তিনি জানান,  গাড়িটির সাথে একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে গাড়িটি শুল্ক বিভাগে হস্তান্তরের কথা জানানো হয়েছে। বিলাসবহুল লেক্সাস গাড়িটি ২০০৭ সালের তৈরি। চেসিস নম্বর জেটিজেএইচকে ৩১ইউ৬০২০১৫৭৮২। ইঞ্জিন নম্বর ২জিপিএ০৫৬৯৬৪। পাঁচ সিটের সিলভার রঙের এই গাড়িটির আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বলেও জানান তিনি।

ড. মঈনুল খান আরও বলেন, ‘গাড়িটি ২০১১ সালে ইউকে থেকে কেনা। পরে গাড়িটি শুল্ক ফাঁকি দিয়ে দেশে এনে রেজিস্ট্রেশন ছাড়াই চালানো হচ্ছিল।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে