weather

বিডি নীয়ালা নিউজ(১ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ বৈরী আবহাওয়া, উত্তর বঙ্গোপসাগর ও আশপাশে বজ্রপাতসহ বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বন্দরসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত দেখানো হয়েছে।

শুক্রবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এই সতর্কতা সঙ্কেত জারি করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সজিব হোসেন।

তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দর, পায়রা ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শুক্রবার সকালে আবহাওয়ার সর্বশেষ বুলেটিনেও চট্টগ্রাম, কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে