Nurul-islam-nahid

বিডি নীয়ালা নিউজ(২৭ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ  শিক্ষাসহ দেশের সর্বস্তরে দুর্নীতির মাত্রা বাড়ছে। সমাজের বড় ব্যাধি এখন দুর্নীতি। তাৎক্ষণিক দুর্নীতি বন্ধ না করা গেলেও আগামীর সমাজে আজকের শিশু-কিশোররাই পারবে দুর্নীতি বন্ধ করতে। এজন্য তাদেরকে দুর্নীতিকে ঘৃণা করার মতো শিক্ষা দিতে হবে।

রোববার (২৭ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমাবেশে  এমনটাই বলেছেন বক্তারা।

তারা বলেন, দুর্নীতির কারণে আজ শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করা হচ্ছে। আর এসব কারণে বিশ্ব দরবারে দেশের মান ক্ষুণ্ন হচ্ছে।

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে সততা সংঘের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দুদক। অনুষ্ঠানে সততা সংঘের সদস্যদের শপথ বাক্য পাঠ করান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দুর্নীতি আমাদের সমাজে ব্যাধিতে রুপ পেয়েছে। এ ব্যাধি চাইলেই এক-দু’দিনে নির্মূল হয়ে যাবে না। তবে দুর্নীতিকে নির্মূল করার মানসিকতা সবার থাকতে হবে।
তিনি বলেন, আগামীর বাংলাদেশকে আজকের শিশু-কিশোররাই পারে দুর্নীতিমুক্ত রাখতে। এজন্য তাদের বিশ্বমানের শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হওয়ার শিক্ষারও প্রয়োজন।

মন্ত্রী বলেন, সারাদেশে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ২০ হাজার ৮৫৫টি সততা সংঘ গঠিত হয়েছে। এ সংঘগুলোই দুর্নীতি বিরোধী শক্তি হিসেবে কাজ করবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে