বিডি নীয়ালা নিউজ(২৩ই ফেব্রুয়ারী১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ ভারতের রাজধানী দিল্লিতে পানি সরবরাহের মূল খালটিতে মেরামত কাজ শুরু হবার পর সকালে আংশিকভাবে পানির সরবারহ শুরু হয়েছে।
পানির সংকটের কারণে বন্ধ শহরের স্কুলগুলোও আজ খুলে দেয়া হয়েছে।
রাজ্যের পানিমন্ত্রী কপিল মিশ্র জানিয়েছেন, সংকট এখনো কাটেনি এবং সতর্কভাবে পানি ব্যবহারের জন্য নগরবাসীকে আহ্বান জানিয়েছেন।
ভারতে সরকারি চাকরিতে কোটার দাবিতে বিক্ষোভকারী জাঠরা রাজধানী দিল্লির মোট পানির তিন-পঞ্চমাংশ সরবারহকারী মুনাক খালটির ক্ষতিসাধন করার পর পানির সংকটে পড়ে শহরের এক কোটি বাসিন্দা।
সোমবার খালটির নিয়ন্ত্রণ নিয়ে সেনাবাহিনী মেরামত কাজ শুরু করে।
শহরের বিভিন্ন জায়গায় জরুরি পানি সরবরাহের জন্য ট্যাংকার বসানো হয়েছে।
বেশ কিছুদিন ধরে চলতে থাকা এই সহিংস বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ১৬ জন নিহত হয়েছে।
সূত্রঃ বিবিসি বাংলা ।





