Obaidul_Kader_975229468

বিডি নীয়ালা নিউজ(৭ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ ‘তেলের দাম কমলে গণপরিবহনের ভাড়া কমবে’, বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন,  জ্বালানি তেলের দামের সঙ্গে সঙ্গতি রেখে গণপরিবহণ ভাড়া সমন্বয় করার কথা ভাবছে সরকার।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিআরটিএ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,  তেলের দাম যদি এক টাকা কমে, তাহলে গণপরিবহনের ভাড়াও ১ পয়সা কমা উচিত। প্রতি লিটারে যদি তেলের দাম ১০ টাকা কমে, তাহলে প্রতি কিলোমিটারে ভাড়া কমবে ১০ পয়সা।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন,  জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী তেলের দাম কমানোর আভাস দিয়েছেন। এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। প্রজ্ঞাপন জারি হলে সে অনুয়ায়ী ব্যবস্থা নেয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে