160217191851_ankara_640x360_epa

বিডি নীয়ালা নিউজ(১৮ই ফেব্রুয়ারী১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ  তুরস্কের রাজধানী আঙ্কারায় ব্যাপক বোমা বিস্ফোরণে অন্তত ২৮ জন প্রাণ হারিয়েছে। ৬১ জন আহত হয়েছে।

কর্মকর্তারা বলছেন, সামরিক বাহিনীর গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় বোমা বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়।

পার্লামেন্ট ভবন এবং সেনা সদরদপ্তরে কাছাকাছি এলাকায় এই বিস্ফোরণ ঘটানো হয়।

দেশটির উপ-প্রধানমন্ত্রী বেকির বোযদাগ একে “সন্ত্রাসীদের কাজ” বলে মন্তব্য করেছেন। পুরো শহরের এই বিস্ফোরণের বিকট আওয়াজ শোনা যায়।

হতাহতদের অনেকেই বেসামরিক ব্যক্তি। হামলার দায়িত্ব এখনও কোন পক্ষ স্বীকার করেনি।

সূত্রঃ বিবিসি বাংলা ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে