বিডি নীয়ালা নিউজ(৭ই মার্চ১৬)-মাদারীপুর প্রতিবেদনঃ মাদারীপুরের কালকিনি উপজেলার মিয়ারহাট বাজারে তিনটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। ঘটনায় ডাকাতের গুলিতে আহত ব্যবসায়ী স্বপন গাজী হাসপাতালে মারা গেছেন। আরও এক ব্যবসায়ী আহত হয়েছেন। তাকে রবিশাল মেডিকেলে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, কালকিনি উপজেলার মিয়ারহাট বাজারে রবিবার রাত ৩টার দিকে ডাকাত দল বাজারের পাহারাদারদের বেঁধে মৌসুমী জুয়েলার্স, জয় জুয়েলার্স, আঁচল জুয়েলার্সের তালা ভেঙে স্বর্ণালংকার ও টাকা লুট করে।
এ সময় স্বপন ও সোহেল নামে দুই ব্যবসায়ী চিৎকার দিলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে স্বপন ও সোহেল গুরুতর আহত হন। পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় বরিশাল মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ দুপুরে স্বপন গাজী মারা যান।
কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্দু বালা বলেন, সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।





