4

বিডি নীয়ালা নিউজ(১২ই ফেব্রুয়ারী ১৬) মারুফ সরকার (সিরাজগনজ প্রতিনিধি): সিরাজগঞ্জের তাড়াশ থেকে অপহরনের ৬ দিন পর পুলিশ বাউল শিল্পী সাগরিকা সরকার (২৩)কে সিলেটের বিয়ানী বাজার এলাকার বারইপাড়া গ্রাম থেকে উদ্ধার করেছে। সে পাবনার ভা্গংুড়া উপজেলার সিনবাড়ী গ্রামের ফারুক আহম্মেদ রিপনের স্ত্রী। এ ঘটনায় জড়িত রিপন (৩৪)কে আটক করা হয়েছে। সে ময়মনসিংহের ভালুকা উপজেলা সদরের আজাহার আলীর ছেলে। তাড়াশ থানার এসআই অনুজ কুমার জানান, বাউল শিল্পী সাগরিকা তাড়াশের কালুপাড়া গ্রামের ভগ্নিপতি আশরাফ আলীর বাড়ীতে বেড়াতে আসে। ৫ ফেব্রুয়ারী গানের অনুষ্ঠানের বায়না করার নামে অপহরণকারীরা মোবাইল ফোনে সাগরিকা ডেকে নিয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের খালকুলা এলাকায় নিয়ে যায়। সেখান থেকে তাকে মাইক্রোবাসযোগে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় সাগারিকার স্বামী বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার সকালে সিলেটের বিয়ানীবাজার থানার বারইপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাগরিকাকে উদ্ধারসহ উল্লেখিত ব্যক্তিকে আটক করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে