বিডি নীয়ালা নিউজ(২৯ই মার্চ১৬)- আসাদুজ্জামান সুজন(নীলফামারী প্রতিনিধি): কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে জেলা ছাত্র ইউনিয়ন।
মঙ্গলবার সকালে জেলা শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্তর চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন।
জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কমল সরকারের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি শ্রীদাম দাস, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, উদীচীর সদস্য সেলিনা সাথী, জেলা ছাত্র ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক প্রকাশ রায়, সদস্য মুন্নি আক্তার, সম্পা রায়, সুবর্ণা আক্তার, তাপস রায় প্রমুখ। বক্তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।





