537605ae0c4b7-Keraniganj-Map

বিডি নীয়ালা নিউজ(৩১ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ ঢাকার কেরানীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটি কেন্দ্রে দুই পক্ষের গোলাগুলিতে একটি শিশু নিহত হয়েছে।

এখনো তার পুরো পরিচয় পাওয়া যায়নি।তবে ১০ বছরের শিশুটির নাম শুভ ঘোষ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই গোলাগুলির ঘটনা ঘটে।

কেরানীগঞ্জ থানার ওসি ফেরদৌস হাসান জানান, কেন্দ্রের বাইরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে শিশুটি আহত হয়। হাসপাতালে নেয়ার পথে সে মারা গেছে।তবে এখনো সেখানে ভোট গ্রহণ চলছে বলে পুলিশ জানিয়েছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার ৬৩৯টি ইউপিতে ভোট গ্রহণ করা হচ্ছে।দুপুর পর্যন্ত সারাদেশে সহিংসতায় তিনজন নিহত হয়েছে বলে জানা গেছে।

জামালপুর, যশোর, নোয়াখালী, কক্সবাজার, কুমিল্লাসহ কয়েকটি স্থানে নির্বাচনে অনিয়ম ও সহিংসতার খবর পাওয়া যাচ্ছে।

প্রথম ধাপের নির্বাচনে ব্যাপক সহিংসতা ও অনিয়মের ঘটনা ঘটে। শুধুমাত্র নির্বাচনের দিনই সহিংসতায় সারাদেশে ১১জন নিহত হয়।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে