সাম্প্রতিক সংবাদ

ড. জাহাঙ্গীর আলম রুস্তম এর লেখা বই মকছুদার রহমান গন্থাগারে সৌজন্য উপহার

কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: ড: আসাদুর রহমান কলেজে মকসুদার রহমান গ্রন্থাগারে গতকাল বৃহস্পতিবার বিকালে নীলফামারীর কৃতি সন্তান বিশ্বসেরা কবি কৃষিবিদ ড. জাহাঙ্গীর আলম রুস্তম এর ইংরাজীতে লেখা ৫টি বই উপহার দিলেন।

বিকাল ৫টায় কবির পক্ষে বই তুলে দেন সাংবাদিক কাওছার হামিদ। এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ মাহবুবার রহমান শাহ, প্রভাষক আব্দুল রাজ্জাক, ওয়াহেদুজ্জামান স্বপন, ফেরদৌস আলম, পলটন কর্মকার, অফিস সহকারী কাম কম্পিউটার ফরিদুল ইসলাম, ল্যাব এসিসটেন্ড আরিফুল ইসলাম প্রমূখ। ড. জাহাঙ্গীর আলম রুস্তম এর ইংরাজীতে লেখা বই পেয়ে তাঁরা লেখককে অভিনন্দন জানিয়েছেন। কলেজ কর্তৃপক্ষ জানান প্রয়াত মকসুদার রহমান অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলের চাচা এবং কলেজের প্রতিষ্ঠাতা মরহুম ড: আসাদুর রহমার এর ছোট ভাই।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

shared on wplocker.com