আসাদুজ্জামান পাভেল, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আনসার/পিসি/এপিসি সদস্যদের আসন্ন দূর্গোৎসবে মন্দিরে মন্দিরে নিয়োজিত করা হয়েছে। যাতে করে উপজেলার কোথাও কোন ধরনের আইন শৃংখলার অবনতি না ঘটে তাই ৪-অক্টোবর বিকেলে পুজাঁ শুরুর পূর্বে ৪৭৪ জন আনসার/পিসি/এপিসি সদস্যকে উপজেলার ৭৬টি মন্দিরে প্রেরণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলায় অধিক গুরত্বপূর্ন মন্দির ৩৫টি, গুরুত্বপূর্ন ১৫টি, সাধারণ ২৬টি মন্দিরে এসব আনসার সদস্যদের পাঠানো হয়েছে। ৩৫টি অধিক গুরুত্বপূর্ন মন্দিরে ২জন মহিলা ও ৮ জন পুরুষ, ১৫টি গুরুত্বপূর্ন ২ জন মহিলা ও ৪ জন পুরুষ এবং ২৬টি সাধারণ মন্দিরে ২ জন মহিলা ও ২জন পুরুষ সদস্যকে আইন শৃখংলা রক্ষায় নিয়োজিত রাখা হয়েছে বলে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. মায়া বেগম জানান। ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ জানিয়েছেন, আনসার-ভিডিপির সদস্যর পাশাপাশি প্রতিটি মন্ডবে দুইজন করে পলিশের লোক থাকবে এছাড়াও গোয়েন্দা বিভাগের লোকজন তো থাকবেই। উক্ত আনসার ও ভিডিপি সদস্যদের প্রেরণের প্রাক্কালে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলার জলঢাকা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক অফিসার মো: জাহিদুল ইসলাম এবং কিশোরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক অফিসার সুশান্ত চন্দ্র সরকার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে