আসাদুজ্জামান পাভেল, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ হাজার ৬০০ কৃষকের মাঝে দুই কেজি করে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।  
বুধবার (৯-ডিসেম্বর-২০) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি পুনর্বাসন ও প্রনোদনা কর্মসুচির আওতায় রবি/২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের বীজ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেকেন্দার আলীর সঞ্চালনায়  এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার প্রমুখ। এছাড়াও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কনক চন্দ্র রায়, শহীদুল ইসলাম ও সকল উপ-সহকারী কৃষি অফিসার সহ কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে