আসাদুজ্জামান পাভেল, ডিমলা (নীলফামারী) প্রতি‌নি‌ধি: “আমরা শব্দের বিরুদ্ধে নই, আমরা শব্দ দূষণের বিরুদ্ধে” এই শ্লোগানে ডিমলায় শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ মে (বুধবার) উপজেলা পরিষদ হলরুমে সকাল ১০ টায় নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷

ডিমলা প‌রি‌বেশ সংরক্ষণ ও আর্থ সামা‌জিক উন্নয়ন এ‌সো‌সি‌য়েশন এর আয়োজনে সংগঠন‌টির সভাপ‌তি ম‌হিকুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে ও আসাদুজ্জামান জুয়েলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ।

এসময় বি‌শেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা বেলা‌য়েত হো‌সেন, উপ‌জেলা পরিষদের ভাইস চেয়ারম‌্যান বাবু নী‌রেন্দ্র নাথ রায়, ডিমলা থানার প‌ু‌লিশ প‌রিদর্শক (ওসি-তদন্ত) বিশ্ব‌দেব রায়, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, পল্লীশ্রী রি-কল প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন। সভায় স্বাগত বক্তব‌্য রাখেন সংগঠনটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউপি চেয়ারম্যান গণ ,উলজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, সংগঠনটির সাধারণ সম্পাদক ইউনুস আলী মোল্লা ,পরিবেশ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান পাভেল সহ ডিমলা প‌রি‌বেশ সংরক্ষণ ও আর্থ সামা‌জিক উন্নয়ন এ‌সো‌সি‌য়েশনের সকল সদস্য বৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে