tenary

বিডি নীয়ালা নিউজ(৩ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ হাজারীবাগ থেকে কারখানা সরিয়ে সাভারের বিসিক পল্লীতে নেয়ার জন্য আরো সাত দিন সময় দিল সরকার।

এই সময়ের মধ্যে পশুর কাঁচা চামড়া হাজারীবাগে ঢুকতে পারবে। এরপর থেকে স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে।

রোববার বিকেলে মতিঝিল বিসিক ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিসিকের চেয়ারম্যান হযরত আলী।

তিনি বলেন, ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনায় আগামী ১০ এপ্রিল পর্যন্ত হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকতে পারবে। ১১ তারিখ থেকে আবার বন্ধ হয়ে যাবে। এই সময়ের মধ্যে অবশ্যই সব কারখানা সাভার বিসিক পল্লীতে সরিয়ে নিতে হবে।

কোনো অবস্থাতে কাচা চামড়া হাজারীবাগে নয় সাভারে ঢুকবে। নস্ট হয়ে যাওয়ার অযুহাতে হাজারীবাগে কাচা চামড়া ঢুকতে পারবে না।

চামড়া শিল্প নগরীতে গ্যাস-বিদ্যুৎ পাচ্ছে না- ব্যবসায়ীদের এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ট্যানারি মালিকরা এখন পর্যন্ত আবেদনই করেননি। তারা আবেদন করলেই এসবের সংযোগ দেয়া হবে।

ট্যানারী স্থানান্তর জরুরি বলে মনে করছে সরকার।এ কারণেই দফায় দফায় হাজারীবাগ থেকে ট্যানারীর কাযক্রম বন্ধ করার জন্য আল্টিমেটাম দিচ্ছে সরকার। শেষ চেষ্টা হিসেবে গত ২৯শে ফেব্রুয়ারি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ট্যানারি স্থানান্তরে ৩১শে মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন মালিকদের। এপ্রিলের প্রথম দিন থেকে ঢাকার হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানিয়েছিলেন তিনি।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে