bKash_talitalk_461623627

বিডি নীয়ালা নিউজ(১৫ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকের নেটওয়ার্কে চালু হলো বিকাশ মোবাইল ব্যাংকিং সেবা।
এখন থেকে যে কোনো টেলিটক গ্রাহক বিকাশে অ্যাকাউন্ট খুলে তার সেল ফোন ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।
সোমবার (১৪ মার্চ) রাজধানী ওয়েস্টিন হোটেলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম তার টেলিটক ফোনে বিকাশ-এর একটি অ্যাকাউন্ট খোলে সেবাটির উদ্বোধন করেন।

এ সময়  টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ, বিকাশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ ব্র্যাক ব্যাংক লিমিটেড, ইউএস ভিত্তিক মানি ইন মোশন, ইন্টারন্যাশনাল ফিনান্স করপোরেশন এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।

বিকাশ-এর বর্তমান গ্রাহক সংখ্যা ২০ মিলিয়ন। বিকাশ-এর ১ লাখেরও বেশি এজেন্ট রয়েছেন যারা গ্রাহকদের বিনামূল্যে অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ইন এবং ক্যাশ আউট সেবা দিয়ে যাচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে