full_2127672845_1436029809

বিডি নীয়ালা নিউজ( ১৬ই সেপ্টেম্বর, ২০১৬ইং)- ডেস্ক রিপোর্টঃ  টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলিতে আজ এক যাত্রীবাহী বাস উল্টে ৫ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, উত্তরবঙ্গের লালমনিরহাট জেলা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস গাজীপুরের কালিয়াকৈর ও সফিপুর যাচ্ছিল। মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলিতে এসে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী শিশু, মহিলাসহ ৪ জন নিহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হচ্ছেন- আসাদুল হাবিব (১৫) পিতা- আব্বাস আলী, আসমা বেগম (৩৫) স্বামী- ফিরোজ মিয়া, মমিনুর (৪০) পিতা- করিম উদ্দিন, রিপন (৩০) পিতা- সিদ্দিক হোসেন ও সুমন (৩২) পিতা- মরহুম শহিদুল।
তাদের সকলের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম এলাকায়।
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালায়।
নিহতদের লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নিহত ও আহতরা সকলেই শ্রমজীবী। তারা সকলেই ঈদ শেষে প্রভাতী-বনশ্রী পরিবহনের ঢাকা-কালিয়াকৈর রুটের বাস ভাড়া নিয়ে কর্মস্থলে ফিরছিল।
জেলা প্রশাসক মাহবুব হোসেন হাসপাতাল পরিদর্শন করেন।
তিনি নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার এবং আহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান দেন।

 

 

 

BSS

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে