_91539773_23a15b9d-8071-4983-8309-6a6186a33e0e

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের পরবর্তী মহাসচিব হতে যাচ্ছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্টোনিও গুটেরেস।

আজই পরের দিকে নিরাপত্তা পরিষদে এনিয়ে আনুষ্ঠানিক ভোটাভুটি হবে।

সামনের বছর বান কি মুনের স্থলাভিষিক্ত হবেন তিনি। পেশায় একজন প্রকৌশলী মি. গুটেরেস ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন।

এরপর ২০০৫ সাল থেকে ১০ বছর জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

বুধবার জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চারকিন বলেন ৬৭ বছর মি. গুটারেস ছিলেন ‘স্পষ্টভাবেই পছন্দের’।

তবে কারেও কারেও মধ্যে হতাশা দেখা গেছে। কারণ জাতিসংঘের পরবর্তী মহাসচিব একজন নারী অথবা পূর্ব ইউরোপের কেউ হবেন এমন একটা প্রচারণা চালানো হয়েছিল।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সামান্থা পাওয়ার বলেছেন প্রক্রিয়াটা একেবারেই বিতর্কিত নয়।

এবারের ১৩ জন প্রার্থীর মধ্যে সাত জন ছিলেন নারী। জাতিসংঘে এ পর্যন্ত কখনো নারী মহাসচিব হন নি।

বি/বি/সি/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে