Joldhaka

বিডি নীয়ালা নিউজ(২০ই ফেব্রুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি): নীলফামারীর জলঢাকায় তিনটি দোতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।শনিবার সকাল ১১টায় রশিদপুর বালিকা স্কুল এন্ড কলেজ, দুপুর ১টায় মীরগঞ্জ হাট ডিগ্রী কলেজ ও বিকাল ৩টায় টেংগনমারী ডিগ্রী কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।

এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতার অংশ এটি।

এ ব্যাপারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জলঢাকার দায়িত্বে  উপ-সহকারী প্রকৌশলী মো. মইনুল ইসলাম জানান, রশিদপুর বালিকা স্কুল এন্ড কলেজ ৪৮ লাখ ২৩হাজার, মীরগঞ্জ হাট ডিগ্রী কলেজ ৪৮ লাখ ২৩ হাজার ও টেংগনমারী ডিগ্রী কলেজে ১ কোটি ১৬ লাখ ৬৯ হাজার টাকার কাজ বাস্তবায়িত হবে।

টেংগনমারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহাবুবুজ্জামান লিটন জানান, বর্তমানে প্রতিষ্ঠানটিতে জায়গার সংকুলান হলেও একাডেমিক ভবনটির কাজ বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা নিশ্চিন্তে ক্লাশ করতে পারবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে