সাম্প্রতিক সংবাদ

জয়পুরহাটে পিকআপ ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ ,দুই ঘন্টার মধ্যে ১ জন্য আটক

মোঃ আমজাদ হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে খালি পিকআপ ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া নাশকতা সৃষ্টি সংক্রান্ত বিষ্ফোরক মামলায় বিএনপি নেতা মাসুদ রানা (৪৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার মাসুদ রানা (৪৫) জেলার আক্কেলপুর উপজেলার পুর্ব রুকিন্দীপুর গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে। সে রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির সদস্য।

আজ রোববার সকাল ১০টায় প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, জয়পুরহাট র‌্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ১৮ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পাকার মাথা- বটতলী বাইপাস সড়কের চকদাদরা ফকিরপাড়া গ্রামস্থ খাড়ী ব্রিজের পশ্চিম পার্শ্বে বিনশাড়া এলাকায় সড়কে ৮/১০ জন দুর্বৃত্তরা
এসে পিকআপে ইটপাটকেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মেজর সাদিক আরও বলেন, র‌্যাব-৫, জয়পুরহাট এর একটি অপারেশন টিম উক্ত ঘটনার পর থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার এজাহার নামীয় আসামী মাসুদ রানাকে ঘটনার দুই ঘন্টার মধ্যে সদর উপজেলার জামালপুর পূর্ব বাজার এলাকা থেকে গ্রেফতার করে। উল্লেখ্য, এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান কার্যক্রম চলছে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে জয়পুরহাট সদরের বাসস্ট্যান্ডে শনিবার রাত ১০.৫৫ মিঃ দুবৃত্তরা অতর্কিতভাবে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

shared on wplocker.com