jogonnat university

বিডি নীয়ালা নিউজ (০৪ সেপ্টেম্বর ২০১৬)-ডেস্ক রিপোর্টঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০১৭ সালে কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য হল নির্মাণের কাজ শুরু হবে।রোববার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের সঙ্গে তাদের দাবিদাওয়া নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আসলে বলতে কি, কোনো সমস্যার হঠাৎ সমাধান করা যায় ‍না।’জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে ২৭৪ কোটি ১০ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ২০১৬-২০২০ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন হবে। এই প্রকল্পের আওতায় কেরানীগঞ্জে ২৫ বিঘা জমির ওপর ১০ তলা বিশিষ্ট আবাসিক ছাত্রাবাস ‍নির্মাণ করা হবে। এই ছাত্রাবাসে ১ হাজার শিক্ষার্থী থাকতে পারবে।এ ছাড়া শিক্ষকদের আবাসন প্রকল্প, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রী হোস্টেল ১৭ তলা ও একাডেমিক ভবন ২০ তলায় উন্নীত করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।নাহিদ বলেন, কেরানীগঞ্জের এই প্রকল্প ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিরসনে ঝিলমিল ও পূর্বাচল এলাকায় নতুন জায়গা খোঁজা হবে।শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস, শিক্ষকদের আবাসন প্রকল্পসহ নানা দাবিদাওয়া নিয়ে দুপুর ১২টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠকে বসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সমিতির সভাপতি ড. কাজী সাইফু‌দ্দিন ও সাধারণ সম্পাদক নূরে আলম আব্দুল্লাহ। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন ও শিক্ষক সমিতির নেতারা বৈঠকে ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে