বিডি নীয়ালা নিউজ(২৩ই আগস্ট ২০১৬ইং) এম এম মুজাহিদ উদ্দীন, ঢাকা দক্ষিন প্রতিনিধি: হল আন্দোলন কর্মসূচিতে পুলিশের হামলা ও পুরনো কেন্দ্রীয় কারাগারের জায়গায় হল নির্মানের দাবিতে ছাত্র ধর্মঘট শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে(জবি)। মঙ্গলবার সকালে ধর্মঘটের শুরুতেই উপাচার্যের ভবনে তালা দিয়েছেন আন্দোলনকারীরা।
জানা যায়, সকালে বিভিন্ন রুট থেকে শিক্ষক শিক্ষার্থী,কর্মকর্তাদের পরিবহনকারী বাস,মাইক্রোবাস,প্রাইভেটকার বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেয়া হয়নি।বিশ্ববিদ্যালয়েরর প্রধান ফটক অবরোধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
জানা যায়, সকালে বিভিন্ন রুট থেকে শিক্ষক শিক্ষার্থী,কর্মকর্তাদের পরিবহনকারী বাস,মাইক্রোবাস,প্রাইভেটকার বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেয়া হয়নি।বিশ্ববিদ্যালয়েরর প্রধান ফটক অবরোধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।





