okale cul peke geche

বিডি নীয়ালা নিউজ(১৯ই আগস্ট ২০১৬ ইং)-স্বাস্থ ও চিকিৎসা প্রতিবেদনঃ  শুধু বয়স বাড়লে চুল পাকে এমন নয়, চুল পেকে যাওয়ার জন্য দায়ী কিছু শারীরিক সমস্যাও। চুল কালো রাখতে বাজারে পাওয়া যায় নানান ধরনের সামগ্রী। কিন্তু কৃত্রিম উপায়ে তৈরি এই সামগ্রীর বেশির ভাগেই থাকে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া। যা আমাদের চুলের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর।

তাই প্রাকৃতিক উপায়ে চুল কালো রাখতে খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলো।

সবুজ শাকসবজি: সবুজ সবজিতে থাকে ফোলিক অ্যাসিড। যা চুলকে স্বাস্থ্যকর করার পাশাপাশি পেকে যাওয়ার সমস্যা থেকেও রক্ষা করে।

চিংড়ি: এই সমস্যায় ভাল কাজ দেয় চিংড়িও। চিংড়িতে থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক। যা চুল পাকার সমস্যা রোধ করে।

আখরোট: আখরোটে থাকে কপার। যা চুলের পক্ষে খুবই ভাল। তবে শুধু আখরোট নয়, সব ধরনের বাদামই রাখা যেতে পারে খাদ্যতালিকায়। বাদাম খাওয়ার পাশাপাশি ব্যবহার করুন বাদাম তেলও। চুল পাকার সমস্যা কমবে।

স্যামন মাছ: এই মাছে থাকে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। যা চুলে পুষ্টি জোগায়।

মেটে: গরু বা ছাগলের লিভার বা মেটেতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন বি১২। যা চুল পাকার সমস্যা থেকে রক্ষা করে।

ছোলা: ছোলাতে থাকে ভিটামিন বি ৯ বা ফোলিক অ্যাসিড। তাই চুল কালো রাখতে রোজ খাদ্যতালিকায় রাখুন ছোলাও।

সিরিয়ালস: যে কোনও সিরিয়ালসে ভিটামিন থাকে প্রচুর পরিমাণে। ভিটামিন বি ৯ এবং বি ১২ লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে। যা চুলের স্বাভাবিক রঙকে ধরে রাখতে সাহায্য করে।

চিকেন: মুরগীর মাংসে থাকে ভিটামিন বি ১২ এবং ফোলিক অ্যাসিড। যা পাকা চুলের সমস্যা থেকে রক্ষা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে