ডেস্ক রিপোর্টঃ চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সময়ে আটককৃত প্রায় ৮ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য প্রকাশ্যে ধ্বংস করেছে বিজিবি। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন বারোঘরিয়া বাজার মাঠে এসব মাদক ধ্বংস করা হয়। 

এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এসএম সালাহ্ উদ্দিন, ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল সাজ্জাদ সরোয়ার, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. সাইফুল ফেরদৌস মোঃ খায়রুল আতাতুর্ক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিছুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে ৫৩ ও ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হাতে আটক ৫৪ হাজার ২৩২ বোতল ফেনসিডিল, ২ হাজার ৫৩৯ বোতল মদ, ২২ কেজি হেরোইন, ২৭ হাজার ৫০২ পিস ইয়াবা, ১৪ কেজি গাঁজা, ৩৬৯ পিস নেশা জাতীয় ট্যাবলেট ও ১ হাজার ৬৪৫ পিস ইঞ্জেকশন ধ্বংস করা হয়। 

৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, মাদকের ব্যাপারে জনগনকে সচেতন করার লক্ষ্যেই এবার প্রথমবারের মত জনসম্মুখে এসব মাদক ধ্বংস করা হলো। 

K/K/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে