300px-Nikah_003

বিডি নীয়ালা নিউজ(২৯ই ফেব্রুয়ারী ১৬)-নজরুল ইসলাম (চট্টগ্রাম প্রতিনিধি):  উপজেলার ছৈয়দাবাদ এলাকায় মো. লোকমান নামের এক ব্যক্তি ভুয়া তালাকনামা দেখিয়ে ১ সন্তানের জননীকে তালাক দেখিয়ে অন্যত্র বিয়ের চেষ্টা করে। এ ব্যাপারে তার স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ লোকমানকে আটক করে।

জানা যায়, উপজেলার ছৈয়দাবাদ এলাকায় মামার বাড়ীতে বসবাসকারী মোজাহের মিয়া ছেলে মো. লোকমান (৪২) এর সাথে পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার কালিয়াইশের আবদুল আলিমের মেয়ে জুলেখা আক্তার (২৫) এর ইসলামী শরা শরীয়ত মোতাবেক আড়াই বছর পূর্বে বিবাহ কার্য সম্পন্ন হয়। বর্তমানে তাদের সংসারে ৮ মাসের একটি কন্যা সন্তানও রয়েছে। সুচতুর লোকমান নিজে নিজে তালাকনামা বানিয়ে তার স্ত্রীকে তালাক দেখিয়ে অন্যত্র বিয়ের চেষ্টা করছে জেনে গত ২৭ ফেব্রুয়ারি তার স্ত্রী জুলেখা আক্তার এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে চন্দনাইশ থানা পুলিশ গতকাল ২৮ ফেব্রুয়ারি দুপুরে লোকমানকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ইন্সপেক্টর (তদন্ত) নজরুল ইসলাম বলেছেন, লোকমান একজন প্রতারক, খারাপ চরিত্রের অধিকারী। সে বার্মাইয়া নাগরিকদের সাথে বসবাস করে বিভিন্ন রকম অপকর্ম চালিয়ে যায়। তাছাড়া ইতিমধ্যে সে তিনটির অধিক বিবাহ করেছে। একই সাথে জুলেখা আক্তারের প্রতারণার সুযোগ নিতে গেলে তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করেছে। তাকে নারী ও শিশু নির্যাতন আইনের মামলা দায়েরের প্রস্তুতি চলছে তিনি জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে