golap-pic                                                       

অন্ধ শিশু, মা বাবা সমাজের  কাছে একটি বেদনার কারন

গোলাপগঞ্জ(সিলেট)প্রতিনিধি আজিজ খান : পাঁচ বছর পর্যন্ত বয়সের শিশুদের অন্ধত্ব দূরীকরণের লক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গোলাপগঞ্জে পাইলট প্রজেক্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক(পরিকল্পনা), দেশের প্রখ্যাত শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. এনায়েত হোসেন বলেছেন, অন্ধ শিশু মা বাবা থেকে শুরু করে সমাজের সব শ্রেণীর মানুষের কাছে একটি বেদনার কারণ। কেহ চায় না, তার সন্তান অন্ধ হয়ে বেড়ে উঠুক। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার শিশু বিভিন্ন কারনে অন্ধত্ব বরণ করতে হচ্ছে। শিশু বয়সে অন্ধ হয়ে গেলে তার সারাটি জীবন দূর্ভোগ আর দূর্দশার মধ্যে পোহাতে হয়। শিশুদেরকে অন্ধত্বের কবল থেকে রক্ষা করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগীতায় বিশেষ প্রকল্পের অধীনে কাজ শুরু হয়েছে। এ পাইলট প্রজেক্টের কাজ গোলাপগঞ্জ থেকে শুরু হল। একদিন সারা বাংলাদেশে ক্রমান্বয়ে তা চলতে থাকবে। গোলাপগঞ্জবাসী এ প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগীতা করবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, গোলাপগঞ্জ একটি অগ্রসরমান জনপদ। বিভিন্ন দিক চিন্তা করে স্বাস্থ্য বিভাগ গোলাপগঞ্জকে প্রধান্য দিয়েছে। আমরা আশাবাদী শিশুদেরকে অন্ধত্বের কবল থেকে রক্ষা করতে শত ভাগ সফল হব।

গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিলেটের সিভিল সার্জন ডা. মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ তউহীদ আহমদের পরিচালনায় ও স্বাস্থ্য কমকর্তা ডা. সায়েম আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত পাইলট প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা লাইন ডাইরেক্ট্রর এনসিডিসি ডা. ওমর আলী সরকার, স্বাস্থ্য বিভাগের সিলেটের পরিচালক গৌর মনি সিনহা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী রফিক উদ্দিন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, শরীফগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এমএ মুমিত হীরা। এতে জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল, ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ আব্দুর রহিম, বাদেপাশা ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, দৈনিক যুগান্তর প্রতিনিধি হারিছ আলীসহ শিক্ষক, সাংবাদিক, স্বাস্থ্য সেবার সঙ্গে সংশ্লিষ্ট সরকারী কর্মকতাগণ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে