গোলাপগঞ্জ (সিলেট) থেকে, আজিজ খানঃ গোলাপগঞ্জের ঝুমি রাণী নাথ বাংলা রচনা প্রতিযোগাতীয় জাতীয় পর্যায়ে স্বর্ণ লাভ করেছে। শিক্ষামন্ত্রণালয় আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষে রচনা প্রতিযোগীতায় ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ঝুমি রাণী নাথ করে ১ম স্থান অধিকারের মাধ্যমে স্বর্ণ পদক লাভ করে। তার এ কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান আমির উদ্দিন সাদেক ও প্রিন্সিপাল রেজাউল আমিন অভিনন্দন জানিয়েছেন।