সাম্প্রতিক সংবাদ

গানে গানে জুটি বেধেছেন তাহসান-পূর্ণিমা

full_250845737_1455971742

বিডি নীয়ালা নিউজ(২০ই ফেব্রুয়ারী১৬)-বিনোদন ডেস্কঃ পূর্ণিমা ও তাহসান-দুজনই অভিনয়ের মানুষ, কিন্তু একসঙ্গে কখনো কাজ করা হয়ে উঠেনি।

এবার প্রথমবারের মতো জুটি বেধে হাজির হচ্ছেন তারা।

কাজ করেছেন ইফতেখার আহমেদ ফাহমীর চলচ্চিত্র ‘টু বি কন্টিনিউড’ চলচ্চিত্রে।

গতকাল ছবিটির প্রথম ঝলক মুক্তি পেয়েছে। চমক নিয়েই হাজির হলেন তারা। পাশাপাশি হাঁটছেন দুজনে। ছোট্র একটা বাড়ি থেকে পথচলা শুরু হলেও রেলস্টেশন, জঙ্গলে চষে বেড়াচ্ছেন তারা। ঝলক দেখেই সহজেই অনুমেয়, প্রেমকে নতুন ফ্রেমে বাধছে এই জুটি। যদিও ছবিটির কাজ শুরু হয়েছিল বছর তিনেক আগে।  শুটিং শুরুর আগে থেকেই নানা কারণেই আলোচিত ছিল ছবিটি। ছবিটি থেকে তাহসানের সরে দাড়ানোর খবরও প্রচার হয়েছিল বিভিন্ন মিডিয়ায়। অন্যদিকে পূর্ণিমাও চলচ্চিত্রকে বিদায় জানিয়ে ঘরসংসারে মন দিয়েছিলেন।

অনিশ্চয়তার মুখে পড়ে সিনেমাটি। মাঝখানে দুই বছর ছবির কোনো খবর পাওয়া যায়নি। শুটিং কবে হলো কিংবা কোথায় হলো সেটাও জানা যায়নি। কিন্তু আজ ইফতেখার আহমেদ ফাহমী  জানালেন, ছবির শুটিং তো শেষ! ডাবিং চলছে এখন। শিগগিরই মুক্তির তারিখ জানানো হবে।’

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com