2_18321_0.gif-480x300

বিডি নীয়ালা নিউজ(১ই মার্চ১৬)-কৃষি প্রতিবেদনঃ জমিতে বীজ বপনের পর ভাল ফলনের জন্য যেমন বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন তেমনি একটি উন্নতমানের বাছুর এবং বেশি দুধ পেতে হলে একটি গর্ভবতী গাভীর বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন৷ গর্ভাবস্থায় গাভীর সঠিক যত্ন না নিলে গাভীর স্বাস্থ্য ও বাছুরের স্বাস্থ্য খারাপ হতে পারে৷ অনেক সময় গাভী ও বাছুর উভয়ই অসুস্থ হয়ে পড়তে পারে এমনকি মারাও যেতে পারে৷ তাই গর্ভবতী গাভীর বিশেষ যত্ন নিতে হবে৷
নিম্নে গর্ভবতী গাভীর বিশেষ যত্নসমূহ উলেস্নখ করা হল: 
– প্রসবের অনত্মত ১ মাস আগে থেকে গাভীকে আলাদা নিরাপদ স্থানে রাখতে হবে৷
– গাভীর বাসস্থান সবসময় শুকনা ও পরিষ্কার রাখতে হবে৷
– গাভীর ঘরে পযর্াপ্ত আলো-বাতাস ঢুকার ব্যবস্থা করতে হবে৷
– গাভীর শোয়ার জন্য খড় বিছিয়ে বিছানা করে দিতে হবে যাতে গাভী আরামে শুতে পারে৷
– গাভীকে নিয়মিত গোসল করাতে হবে৷
– গাভীর গায়ে যাতে অতিরিক্ত ঠান্ডা বা গরম না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে৷
– গাভীকে দিয়ে কোন শ্রমের কাজ করানো যাবে না৷
– গাভীকে প্রচুর ঘাস ও খড় খাওয়াতে হবে৷
– গাভীকে দৈনিক দেড় থেকে দুই কেজি দানাদার খাবার খাওয়াতে হবে৷
– প্রতিদিন লবণসহ পযর্াপ্ত পরিমাণ পানি পান করাতে হবে৷
– গাভীকে পযর্াপ্ত সুষম খাবার খাওয়াতে হবে৷
– গাভীকে উঁচু-নিচু বা পিচ্ছিল স্থানে রাখা যাবে না৷
– গাভীর গায়ে কোন পরজীবী যেমন উকুন বা আটালি থাকলে তা পরিষ্কার করতে হবে৷
– গর্ভবতী গাভীকে কুকুর সহ অন্যান্য সকল প্রাণী এবং অবাঞ্ছিত ষাঁড়ের সংযোগ থেকে দূরে রাখতে হবে৷
– গর্ভবতী গাভীর সাত মাসের পর দুধ দোহন করা উচিত নয়৷ এতে গর্ভস্থ ভ্রূণের পুষ্টির ব্যাঘাত হতে পারে৷
– বাচ্চা প্রসবের কাছাকাছি সময়ে পাহারার ব্যবস্থা করতে হবে৷ কারণ রাতে প্রসব করলে গাভী গর্ভফুল খেয়ে ফেলতে পারে৷
– বাচ্চা প্রসব করার পর সামান্য গরম পানিতে ডেটল মিশিয়ে সেই পানিতে প্রসবদ্বার ভালো করে ধুয়ে মুছে দিতে হবে৷
– শীতকালে বা রাতের দিকে গাভী বাচ্চা প্রসব করলে প্রসবদ্বার ধুয়ে দেবার পর গাভীর গায়ে লম্বা চট চাপা দেওয়া ভাল৷
– যদি প্রসবের পর ২৪ ঘন্টার মধ্যে গর্ভফুল না পড়ে তবে প্রাণী চিকিত্‍সকের সরণাপন্ন হতে হবে৷
– সব সময় প্রাণী চিকিত্‍সকের পরামর্শ মেনে চলতে হবে৷

শিক্ষার্থী : মোহাম্মদ মুহিবুল্লাহ
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, খুলশী, চট্টগ্রাম৷

সূত্রঃ কৃষিবার্তা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে