সাম্প্রতিক সংবাদ

গতকাল মধ্যরাতে জাতীয় শহীদমিনারে বিএনপির বিশৃঙ্খলা

03

বিডি নীয়ালা নিউজ(২২ই ফেব্রুয়ারী১৬)-ঢাকা প্রতিনিধিঃ একুশের প্রথম প্রহরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে গেলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবীদের হাতাহাতির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

রাত ১টা ২৫ মিনিটে খালেদা জিয়া শহীদ মিনারে পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ কয়েকজন শিক্ষক তাকে এগিয়ে আনতে গেলে বিএনপি নেতা-কর্মীরা তাদের ধাক্কা দিয়ে এগিয়ে আসেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক মো. জিয়াউর রহমান নিচে পড়ে যান। পরে খালেদা জিয়ার সঙ্গের নেতা-কর্মীরা শহীদ বেদিতে উঠতে গেলে সেখানে শৃঙ্খলার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবীরা বাধা দেন। তখন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ওপর চড়াও হন। এ সময় বিএনপি কর্মী ও চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের (সিএসএফ) মারধরে রোভার স্কাউটের সদস্য মো. তানসির রাব্বি (বাঁধন), রিয়াজ ও জুবায়েরসহ বেশ কয়েকজন আহত হন। জুবায়ের ডান হাতে, বাঁধন ডান পায়ে হাঁটুর নিচে এবং রিয়াজ এক পায়ে আঘাত পেয়েছেন।

শহীদ মিনারে র‍্যাবের অস্থায়ী চিকিৎসা কেন্দ্রে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় জুতা ছোড়াছুড়ি করতেও দেখা গেছে বিএনপির কর্মীদের। কাউকে কাউকে জুতা পায়েও প্রবেশ করতে দেখা যায়। এদিকে যখন বিএনপি চেয়ারপারসন ও নেতা-কর্মীদের বেদি থেকে নামাতে আইনশৃঙ্খলা বাহিনী, স্কাউট, বিএনসিসি সদস্যরা গলদঘর্ম, তখন শহীদ মিনারের ডান পাশ দিয়ে বিশৃঙ্খলভাবে হঠাত্ করে দৌড়ে প্রবেশ করতে থাকেন বিএনপির কিছু নেতা-কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারিকেড তৈরি করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মাইকে ঘোষণা আসে, আপনারা শান্তভাবে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করুন। কিন্তু বিএনপির কিছু নেতা-কর্মী কারও কথায় কর্ণপাত করেননি। এরই মধ্যে চলতে থাকে হাতাহাতি, মারামারি। তখনও মূল বেদিতে পুষ্পস্তবক নিয়ে খালেদা জিয়া। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জোরালো হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। শ্রদ্ধা নিবেদনের সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন প্রমুখ।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com