nyala pic2

বিডি নীয়ালা নিউজ(১৯ই মার্চ১৬)-ঢাকা প্রতিনিধিঃ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার দাবি জানিয়েছেন  অর্থমন্ত্রীকে পদত্যাগের ।  কয়েক দিন আগে ঘটে  যাওয়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন (আট কোটি ১০ লাখ) ডলার চুরির ঘটনার দায় স্বীকার করে ।

গত শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নাগরিক সমাবেশে তিনি এই দাবি জানান।

গণজাগরণ মঞ্চের পক্ষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরিসহ সব ব্যাংক জালিয়াতির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে ইমরান বলেন,  ‘লুটেরাদের এসব ঘটনায় মদদ দেওয়া হচ্ছে। সরকারের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যাঁরা দায়িত্বরত আছেন,  তাঁদের বেশিরভাগই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।’

সমাবেশে বক্তারা বলেন,  বাংলাদেশের জনগণের কষ্টার্জিত হাজার কোটি টাকা জালিয়াতি হয়ে যাচ্ছে কিন্তু সরকারের এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। এত বড় হ্যাকিং কোনো সাধারণ ঘটনা নয়। সরকার লুটেরাদের স্বার্থ রক্ষা করছে। একের পর এক ব্যাংক জালিয়াতি হলেও এসবের কোনো তদন্ত হয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে