received_775944695872061

বিডি নীয়ালা নিউজ(২৮ই ফেব্রুয়ারী ১৬)-নজরুল ইসলাম (চট্টগ্রাম প্রতিনিধি):  প্রতিভাবান ক্ষুদে বিতার্কিকদের তুমুল তর্ক-বির্তকের মাধ্যমে “কেমন চন্দনাইশ চাই?” শীর্ষক চন্দনাইশ ছাত্র সমিতি’র সংসদীয় বির্তক গত ২৫ ফেব্র“য়ারী বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেয়র মাহবুবুল আলম খোকা, বিশেষ অতিথি বিএনপি নেতা আবু হাসেম রাজু, মডারেটর হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক একরাম হোসেন, সঞ্চালক হিসেবে ছিলেন ফাতেমা জিন্নাহ বালিক উ.বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ান্দ বড়ুয়া, বিচারক মন্ডলীগণ হচ্ছেন আবু জাফর, প্রধান শিক্ষক বরকল এস.জেড উ.বি., প্রমদ রঞ্জন বড়ুয়া শিক্ষক ওয়াহেদ মুরাদ সার্দান ইউনিভারসিটি বি.এস.সি সিভিল ইঞ্জিনিয়ারিং, চন্দনাইশ ছাত্র সমিতির সভাপতি নোমান উল্লাহ বাহার সহ ও ছাত্রকল্যান সম্পাদক ওয়াহেদ মুরাদ, মেসবাহ উদ্দীন ভুট্টো, রাশেদুল মুরাদ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

received_775944709205393

অংশগ্রহণকারী ৬ টি স্কুলের মধ্যে পাঁচটি অংশগ্রহণ করে। ১.বিজিসি ট্রাস্ট স্কুল, ২.ফাতেমা জিন্নাহ, ৩.গাছবাড়িয়া নিত্যনন্দ, ৪.দোহাজারী জামিজুরি বালিকা উ.বি., ৫.হাসান দন্ডী উ.বি., ফাইনালে ফাতেমা জিন্নাহ বা. উ.বি ও হাসান দন্ডী উ.বি., চ্যাম্পিয়নঃ হাসান দন্ডী উ.বি., শ্রেষ্ঠ বক্তাঃ নিঝুম আক্তার, দলনেতা ফাতেমা জিন্নাহ স্কুল।

received_775944719205392

তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধি তথা মাল্টিমিডিয়া ক্লাসের সুব্যবহার-নারীর শিক্ষার অগ্রগতি, গ্যাস সংকট ও লোডশেডিং, পরিবেশবান্ধব ইটভাটা, সুচিকিৎসা তথা কমিউনিটি ক্লিনিকের সুফলতা, সামাজিক ন্যায়বিচার, রাস্তা-ঘাটের সংস্কার, আধুনিক কৃষিব্যবস্থা, ক্ষুদ্র-মাঝারী-কুটির-পর্যটনশিল্পের প্রসার, যৌতুক-মাদক-বাল্যবিবাহ বন্ধ, ক্রীড়া চর্চার পর্যাপ্ত যতœ, রাজনৈতিক মতৈক্য ইত্যাদি বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন। এছাড়াও চন্দনাইশের মহা-মনীষীদের জীবন-আদর্শ অনুসরনের মাধ্যমে তারা “আমাদের চন্দনাইশ-আগামীর বাংলাদেশ” গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে