ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা ইপিজেডে এন আর স্পিনিং মিলে লাগা আগুন ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।  আজ মঙ্গলবার ভোর ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস জানায়, বিক্ষিপ্ত ছোট ছোট আগুন জ্বললেও আগুন নিয়ন্ত্রণে।

এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই কারখানার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত ১টা থেকে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করলেও সর্বশেষ ১০টি ইউনিট একযোগে কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

এ ব্যাপারে কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানান, ফ্যাক্টরিটির কাঠমো লোহার হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছিল। তবে রাতের অন্ধকারে আগুন নেভানোর কাজ করতে সমস্যা হলেও ভোরের আলো ফোটার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা আরো দ্রুত আগুন নিবার্পন কাজ করতে সক্ষম হয়। 
 
এর আগে কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানান তারা।

K/K/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে