UP-Election20151013143601

বিডি নীয়ালা নিউজ(২৮ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১০৩ জন ও কটিয়াদী উপজেলায় ৫১ জন প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখায় এসব প্রার্থীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়,রোববার (২৭ মার্চ) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার আক্তার জামিল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দুই উপজেলায় অভিযান চালিয়ে বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীসহ ১০৩ জন প্রার্থী ও কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়নের ৫১ জন প্রার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে সোমবার তাদের কাছ থেকে মোট ৭ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার আক্তার জামিল জানান,আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার সাঁটা ও তোরণ নির্মাণ করার দায়ে ওই প্রার্থীদের জরিমানা করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে