asadujjaman

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি আজ রবিবার দুপুরে কিশোরগঞ্জ কেন্দ্রীয় দূর্গামন্দির পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সংস্কৃতিমন্ত্রী মন্দির চত্বরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন।

দীর্ঘ প্রতিক্ষার পর সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টির মাঝেও আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা কর্মীরা মন্ত্রীর অনুষ্ঠান স্থলে আসতে শুরু করে। কিন্তু দুপুর ২টার দিকে বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পেলে সাধারণ মানুষ ও দলীয় নেতা কর্মীরা বাজারের বিভিন্ন দোকানে অবস্থান করে। পরে ৩টার দিকে সামান্য বৃষ্টি কমে গেলে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

কেন্দ্রীয় দূর্গামন্দিরের সভাপতি অনিতা রানী মহন্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিথুন রায়ের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ,সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মমতাজুল হক,নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী,নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা,নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী,কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার এস এম মেহেদী হাসান,কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ বজলুর রশীদ,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এছরারুল হক,সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল,উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হালিম,সাধারণ সম্পাদক হিজবুল্লাহ রহমান ডালিম,যুবলীগের সভাপতি ফনি ভূষন মজুমদার,  স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পতিরাম চন্দ্র,সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শাহ্।

আলোচনা সভা শেষে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর পরলোক গমনকারী সাংবাদিক এস এম বাসু মহন্তের বাসায় দুপুরের খাবার গ্রহন করেন। পরে তিনি উপজেলা শিল্পকলা একাডেমিতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চা বাগান পরিদর্শন করে নীলফামারীর উদ্দেশ্যে রওয়ানা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে