কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: সারা দেশের নেয় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুড়া বাসষ্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হতাহতদের স্বরণে জুম্মা নামাজ শেষে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন জাতীয়য়তাবাদী দল (বিএনপি) সৈয়দপুর রাজনৈতিক জেলার স্বেচ্ছাসেবক বিষয়ক সহঃ সম্পাদক ও মাগুড়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আবুল সানওয়াৎ চৌধুরী (বিএস)। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল (বিএনপি) কিশোরগঞ্জ উপজেলার শাখার সহ সাধারণ সম্পাদক ও মাগুড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সভাপতি আবুল হাসনাত চৌধুরী (বৃট্রেন), ৩নং ওয়ার্ড সভাপতি আয়নাল হক। দোয়া মাহফিলে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং যারা আহত অবস্থা চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্থতা কামনা করে দোয়া করানো হয়। দোয়া পরিচালনা করেন মাগুড়া বাসষ্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতীব মাওলানা আশিকুর রহমান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে