কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাগুড়া ইউনিয়নের মাগুড়া বাসষ্ট্যান্ডে এক মতবিনিময় সভা বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী দল (বিএনপি) মাগুড়া ইউনিয়ন শাখার সভাপতি গোলাম মোস্তফা সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি আব্দুল্লাহ আল মামুন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম,সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, জাতীয়তাবাদী ছাত্র দলের কিশোরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব রাসেল প্রামানিক, জাতীয়তাবাদী ছাত্র দলের ভারপ্রাপ্ত আহবায়ক জুনাইদ,জাতীয়তাবাদী দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত চৌধুরী বিট্রেন, জাতীয়তাবাদী দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সহ স্বেচ্ছাসেবক সম্পাদক ও মাগুড়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদ আবুল সানওয়াৎ চৌধুরী (বিয়েছ), জাতীয়তাবাদী ছাত্র দলের মাগুড়া ইউনিয়ন শাখার সভাপতি লেমন বসুনিয়া,মাগুড়া ইউনিয়ন শাখার মহিলা দলের সংগ্রামী নেত্রী শারমিন আক্তার। আরো উপস্থিত ছিলেন মাগুড়া ইউনিয়ন শাখার যবদল,ছাত্রদল,কৃষক দল, যুবদল, শ্রমিক দলসহ মাগুড়া ইউনিয়নের ৯ ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকগণ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলায়াত করেন মাগুড়া মোশাররফিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আজিজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জাতীয়তাবাদী যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব ও বিএনপি মাগুড়া ইউনিয়ন শাখার ৩নং ওয়ার্ড সভাপতি আয়নাল হক প্রমুখ।